ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শারমিন আক্তার মনি নামে সাত বছর বয়সী এক শিশু চট্টগ্রামে আগুনে পুড়ে মারা গেছে। এ ঘটনায় শিশুর বাবা আব্দুল মান্নান গুরুতর আহত হয়েছেন। বুধবার (২০ এপ্রিল) বিকেলে নগরের পতেঙ্গা থানার ভিআইপি রোড মোল্লাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১২টি বসতঘর পুড়ে যায়। আগুনে প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতি ১০ লক্ষাধিক টাকা হবে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস থেকে আরও জানানো হয়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। তবে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।