শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৯

সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. রাসেল (১৭) ঘটনাস্থলেই নিহত হয়েছে, আর এই ঘটনা চাঁপাইনববাবগঞ্জের সদর উপজেলায়। শনিবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া গ্রামে আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। রাসেল সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চরবাররশিয়া জাফরপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও রাজশাহীর একটি মাদরাসার শিক্ষার্থী।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, ঘটনার পর পুলিশ ট্রাক্টর আটক ও মরদেহ উদ্ধার করে। পরে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।