মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১১:৫৫

একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনা রাজধানীর লালবাগে। এখন পর্যন্ত পাওয়া খবরে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার লালবাগ থানার শহীদনগর বউবাজারের ৪ নম্বর গলিতে একটি টিনশেড প্লাস্টিক কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার। তিনি বলেন, দুপুর ১২টা ৬ মিনিটের দিকে শহীদনগর বউবাজারের ৪ নম্বর গলিতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পাই আর খবর পেয়ে ১২টা ১৫ মিনিট দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ৭টি ইউনিট যায়।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানান তিনি।