শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২৯

ট্রাক চাপায় দূর্গাপুরে এক শিশু নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের ধাক্কায় নেত্রকানার দুর্গাপুরে সোহাগ মিয়া(৬) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকালে বিরিশিরি – শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেচর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেচর এলাকার হেনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোহাগ মিয়া বিরিশিরি – শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেচর এলাকায় রাস্তা পার হচ্ছিলো। ওই সময় দুর্গাপুরের দিকে আসা একটি দ্রুতগামী ট্রাক সোহাগ মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু সোহাগ নিহত হয়। পরে স্থানীয় উওেজিত জনতা ওই গাড়ি ভাংচুর সহ রাস্তায় টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্গাপুর থানার ওসি জনাব, মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”