ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০ হাজার পিস ইয়াবা, সাড়ে চার কেজি গাঁজা ও চারটি মোবাইল ফোনসহ কক্সবাজারের টেকনাফে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কুলালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন টেকনাফ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের কুলালপাড়ার সনজিদা বেগম প্রকাশ পাতুলী (৩০), একই এলাকার ফিরোজা বেগম (২০), সাইফুল ইসলাম প্রকাশ গিরিল (২৮) ও সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার মো. মিজান (২০)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো. হাফিজুর রহমান বলেন, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই সজীব ও এসআই হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধার ইয়াবা ও গাঁজা আনুমানিক মূল্য ৬ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।