ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রলার ডুবিতে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে আর এই ঘটনা বরিশালের মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে। শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
শুক্রবার (০৮ এপ্রিল) দুপুরে মাঝেরচর এলাকার বাসিন্দা সালাম হাওলাদারের স্ত্রী মাহেনুর বেগম (৫৫) ও মেয়ে নাসরিন বেগমের (২৫) মৃতদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি নিখোঁজ ৩ জনের সন্ধানে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড।
২৫ জন যাত্রী নিয়ে গজারিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়। এরপর সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পরে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং আরও তিনজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কাজ চলছে।
বিষয়টি নিশ্চিত করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: শহিদুজ্জামান।
তিনি জানান, ট্রলার ডুবিতে নিহত মা ও মেয়ের মরদেহ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এছাড়াও জীবিতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।