বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:০০

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল এক যুবকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পানি সেচের মেশিন চালু করতে গিয়ে নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পর্শে রাকিব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার চর আমিনুল হক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন (২০) উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামের ১ নম্বর ওয়ার্ডের আবদুল জলিল বাচ্চুর ছেলে এবং স্থানীয় আল আমিন দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
চরজব্বার থানার ওসি জনাব, মো. জিয়াউল হক জানান, সন্ধ্যার দিকে রাকিব ও তার বাবা জমিতে পানি দেওয়ার জন্য সেচপাম্প মেশিন চালু করতে যান। ওই সময় বৈদ্যুতিক তারের লিকেজ অংশে বিদ্যুৎস্পর্শ হয়ে রাকিব ঘটনাস্থলে মারা যান। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন সম্পন্ন হয়েছে।