ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক্টর (টলি ট্রাক্টর) ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে টাঙ্গাইলের নাগরপুরে এক নারী নিহত হয়েছেন এবং নিহতের নাম আনোয়ারা বেগম (৫০)। রবিবার টাঙ্গাইল আরিচা মহাসড়কের উপজেলার সহবতপুর ইউনিয়নের জাইলা বাড়ির মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারা বেগম (৫০) টাঙ্গাইল পৌর এলাকার ডাক্তার কাদেরের স্ত্রী।
জানা যায়, ৪ জন যাত্রী নিয়ে অটোটি টাঙ্গাইল থেকে নাগরপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে মাটি ভর্তি একটি টলি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আব্দুল্লাহ আল-মামুন বলেন, দুর্ঘটনায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।