শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:১৮

নতুন ফিচার হোয়াটসঅ্যাপে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এখন অনেকে টাইপ করে আর সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠান এবং যত দিন যাচ্ছে ফিচারটি ব্যবহারকারীদের কাছে ততই জনপ্রিয় হয়ে উঠছে। জনপ্রিয়তার কথা মাথায় রেখে খুব শীঘ্রই আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য একগুচ্ছ নতুন ভয়েস মেসেজ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপডেটগুলো সব ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে।
নতুন ফিচারগুলোর মধ্যে রয়েছে, রেকর্ডিংয়ের সময় ভয়েস মেসেজ প্লে এবং পজ করা, চ্যাটের বাইরে বেরিয়ে গেলেও ভয়েস মেসেজ প্লে হতে থাকা, মেসেজ প্লে হওয়ার সময় ওয়েভফর্ম প্রদর্শিত হওয়া, প্লেব্যাক স্পিড দেড় থেকে দুই গুণ পর্যন্ত বাড়ানোর ক্ষমতা ইত্যাদি।