ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পিকআপ এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে নরসিংদীর রায়পুরায় চালকসহ চারজন মারা গেছেন। আজ শুক্রবার সকাল ৭ টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের (রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়ক) সজল ভূঁইয়া সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) গোবিন্দ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি চালকসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে। এদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। অপর আরেক জনের পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে।