রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:২১

দুইজনের মর্মান্তিক মৃত্যু সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রংপুরের মিঠাপুকুরে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের শঠিবাড়ী এলাকায় ভাবনা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক শঠিবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়দরগাহ হাইওয়ে থানার ওসি জনাব, শাহজাহান আলী জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।