বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৭

এক ব্যবসায়ী নিহত ট্রাকচাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইটবোঝাই ট্রাকচাপায় টাঙ্গাইলের সখীপুরে লুৎফর রহমান (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মঞ্জু মিয়া (৩৬) নামে আরো একজন আহত হয়েছেন। নিহত লুৎফর রহমান টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা গ্রামের এলাহী বক্সের ছেলে।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এসআই আরো বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানো হবে।