রবিবার, ১৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১:৩৬

ভয়াবহ অগ্নিকাণ্ড একটি বাজারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আর এই ঘটনা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি রায়ের বাজারে। সোমবার রাত সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। রাত পৌনে ১টা পর্যন্ত অন্তত ২০টি দোকান পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১২টার দিকে বাজারের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি যাচ্ছিলেন। হঠাৎ বাজারের চুরি মহালের একটি কাগজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। কম জায়গায় বহু ব্যবসা প্রতিষ্ঠান হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও কেন্দুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পৌনে ১টার দিকে আগুন নেভানোর কাজ শুরু করে।
ঈশ্বরগঞ্জ থানার ওসি জনাব, মো. আবদুল কাদের মিয়া বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।