শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১২:২০

বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে আর এই ঘটনা বগুড়ার শেরপুরে। এছাড়া পাশের আরও দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রবিবার (১৩ মার্চ) রাতে শহরের বিকাল বাজার সংলগ্ন রামচন্দ্রপুর পাড়ার অশোক সরকারের মালিকাধীন ওয়ান টু নাইনটি নাইন নামের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, ওই ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ির মালিক অশোক সরকার পরিবারের সবাইকে নিয়ে নওগাঁয় আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যান। তাই বাড়িটি তালাবদ্ধ ছিল। তবে কর্মচারিরা দোকানটির কার্যক্রম চালাচ্ছিলেন। কিন্তু রবিবার রাত ৮টার দিকে হঠাৎ ওই বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে পানি সংকটের কারণে ওই কাজটি সাময়িক ব্যহৃত হয়।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।