ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে আর এই ঘটনা কুমিল্লার লাকসাম পৌরসভার গাজীমুড়া এলাকায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
গতকাল বুধবার (৯ মার্চ) বেলা ২টার দিকে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের দৌলতগঞ্জ গাজিমুড়া কামিল মাদরাসা-সংলগ্ন লাকসাম-মনোহরগঞ্জ সড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওইদিন বেলা ২টার দিকে মাদরাসা-সংলগ্ন মাসুদ মিয়ার মুদি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের আরো দুটি দোকানে ছড়িয়ে পড়ে এবং নিমিষের মধ্যে ওই দুটি দোকানও পুড়ে ছাই হয়ে যায়।
এই ব্যাপারে লাকসাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন। পানি সংকটের কারণে দীর্ঘ দেড় ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।