ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভ্যানচাপায় ইমাম উদ্দিন নামে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। ইমাম উদ্দিন তারাশী গ্রামের উজ্জল শেখের ছেলে।
জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় ইমাম বাড়ির পাশের রকিবুল ইসলাম নামে এক যুবকের সঙ্গে ভ্যানে ঘুরতে যায়। চালক রাকিবুল ইসলাম রাস্তার মোড় ঘুরতে গেলে ভ্যানটি উল্টে যায়। এ সময় ভ্যানের নিচে চাপা পড়ে শিশু ইমাম উদ্দিন গুরুতর আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার এসআই কাজী আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ইমাম উদ্দিনের পরিবারের অনুরোধে তার লাশ হন্তান্তর করা হয়েছে।