ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৫ জনে। আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৫২৯ জনের দেহে।
এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনে। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ১৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন।