মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:২৩

বৃষ্টি হতে পারে এবং শৈত্যপ্রবাহ কমবে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আজ মঙ্গলবার থেকে কমতে শুরু করবে দেশে শৈত্যপ্রবাহ। কাল বুধবার থেকে শৈত্যপ্রবাহ না থাকলেও ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে কয়েক দিন বৃষ্টিপাতের পর গত রবিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়।
গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ জেলা ও সীতাকুণ্ড উপজেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া বলেন, মঙ্গলবার থেকেই শৈত্যপ্রবাহের এলাকায় শৈত্যপ্রবাহ কমতে শুরু করবে। বুধবার থেকে শৈত্যপ্রবাহ কেটে গেলেও আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।