মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:০৯

নিহত একজন ট্রাক এবং মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রনি শরীফ মাহিন্দ্রা চালক। তিনি বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রহমগঞ্জ গ্রামের আয়নাল শরীফের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আলাউদ্দিন মিলন জানান, বরিশালগামী একটি ট্রাকের সঙ্গে বাকেরগঞ্জগামী একটি মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাহিন্দ্রা চালকসহ মাহিন্দ্রায় থাকা অন্য তিনজন আহত হন। আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনি শরীফকে মৃত ঘোষণা করেন। গুরুতর অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।