শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৪:২৯

বুস্টার ডোজ দ্রুত নেওয়া জরুরি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজের আক্রমণ কৌশল বদলে ফেলছে প্রতিনিয়ত করোনাভাইরাস। ডেল্টার তাণ্ডবের পর এখন শুরু হয়েছে ওমিক্রনের সাঁড়াশি আক্রমণ। এই ভাইরাস প্রতিরোধে সর্বোত্তম রক্ষাকবচ হচ্ছে ভ্যাকসিন। এখন চলছে বুস্টার ডোজ নেওয়ার প্রক্রিয়া।
এ বিষয়ে পরামর্শ দিয়েছেন— লে. কর্নেল ডা. জনাব, নাসির উদ্দিন আহমদ (ক্লাসিফায়েড মেডিসিন স্পেশালিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।
যাঁরা এর মধ্যে দুই ডোজ করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন, তাঁদের বলা হচ্ছে পূর্ণাঙ্গ ভ্যাকসিন গ্রহণকারী। গবেষণায় দেখা গেছে, শুরুতে তাঁদের দেহে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছিল সময় অতিক্রমের পর তার মাত্রা কমে যাচ্ছে। অ্যান্টিবডি হচ্ছে রোগ প্রতিরোধক দেয়াল। এই দেয়াল সময়ের বিবর্তনে দুর্বল হয়ে পড়ে। তখন প্রয়োজন পড়ে নতুন করে নির্মাণ। বুস্টার ডোজ হচ্ছে এই রোগ প্রতিরোধক দেয়ালের শক্তি বৃদ্ধির টনিক। সে কারণে অনেক রোগের ভ্যাকসিন প্রয়োগের পর আবার প্রয়োজন পড়ে বুস্টার ডোজ। তাই এখন বুস্টার ডোজের কার্যক্রমে অংশ নেওয়া উচিত।