মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:২৩

দেশে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।
এর আগে গতকাল সোমবার করোনায় ৩১ জনের মৃত্যু হয়। শনাক্ত হন ১৩ হাজার ৫০১ জন। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ।