ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বঙ্গোপসাগরে ডাকাতি অপহরণে যুক্ত হয়ে দাপিয়ে বেড়াচ্ছে চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু জলদুস্যরা। তাদের দৌরাত্ম্যে বঙ্গোপসাগরে জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাগরে মাছ ধরার কাজে নিয়োজিত জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দস্যুরা মুক্তিপণ আদায় করছে। এ সময় জেলেদের হত্যাকাণ্ডের মতো নৃশংসতায়ও জড়িয়েছে দস্যুরা।
সর্বশেষ গত ১৪ জানুয়ারি নোয়াখালী থেকে সাগরে যাওয়া একটি মাছ ধরার ট্রলারের ১৭ জেলেকে জিম্মি করে দুই লাখ টাকা নেয় দস্যুরা। টাকা পাওয়ার পর ১৬ জেলেকে ছেড়ে দেওয়া হলেও আনোয়ার হোসেন নামের একজন এখনো নিখোঁজ রয়েছেন এবং নিখোঁজ আনোয়ারের খোঁজ পেতে তাঁর স্বজনরা এখন র্যাবের কাছে ধরনা দিচ্ছেন। র্যাব বলছে, এখন আনোয়ারের সন্ধান চলছে।
১৪ জানুয়ারি সাগরে দস্যুতার ঘটনার তথ্য প্রথমে পায় র্যাব-৮। তাদের মাধ্যমে র্যাব সদর দপ্তর হয়ে র্যাব-৭ তথ্য পায়। এরপর শুরু হওয়া অনুসন্ধানের ধারাবাহিকতায় গত শুক্রবার চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া এলাকায় টানা অভিযান চালিয়ে দস্যু বাহিনীর প্রধান নুরুল কবিরসহ ১৫ জনকে গ্রেপ্তার করে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশিসহ আটটি বন্দুক এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।