ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক প্রবাসীর স্ত্রীর দায়েরকৃত পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলায় একই গ্রামের দুই যুবককে গ্রেফতার করেছে আমতলী থানার পুলিশ আর এই ঘটনা বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের গুরুদল গ্রামের। শনিবার তাদের দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রবাসী স্ত্রীর দায়েরকৃত মামলা সূত্রে যানা যায়, তাঁর স্বামী প্রবাসে থাকার সুবাদে মামলার আসামিরা বিভিন্ন সময় তাঁকে কুপ্রস্তাব দিত। এতে মামলার বাদী রাজি না হওয়ায় আসামিরা তাঁকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ও মানসম্মান নষ্ট করার ভয় দেখিয়ে তাদের সাথে মুঠোফোনে কথা বলাতে বাধ্য করে। এক পর্যায়ে আসামিরা বাদীর কাছে তাঁর নগ্ন ছবি ও ভিডিও কলে কথা বলতে চায়। এরপর আসামিরা বেপরোয়া হয়ে সেই ভিডিও কলের স্ক্রিনশর্ট ধারণ করে শারীরিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দেয়। এতে বাদী রাজি না হলে ভিডিও কলের স্ক্রিনশর্টগুলো আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে তারা বাদীর নগ্ন ছবি এলাকার বিভিন্ন লোকজনের মুঠোফোনে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী শুক্রবার রাতে ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, এ কে এম মিজানুর রহমান বলেন, দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরগুনা জেলহাজতে পাঠানো হয়েছে।