ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তবে শুরুতে সিলেট বিভাগ, এরপর উত্তর-পূর্বাঞ্চল হয়ে সারা দেশে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এই বৃষ্টি থাকতে পারে। বৃষ্টি শেষে বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, সিলেট বিভাগের মাধ্যমে এই বৃষ্টিপাত শুরু হবে। এরপর তা অন্যান্য অঞ্চলে যাবে। তবে সারা দেশে ২৩ থেকে ২৫ জানুয়ারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর রাজশাহী, রংপুর, খুলনা ও সিলেট বিভাগে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।