ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিনা প্রতিদ্বন্দ্বীতায় মেয়র নির্বাচিত হলেন পটুয়াখালীর বাউফল পৌর নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, মো. জিয়াউল হক জুয়েল। শনিবার পটুয়াখালীর সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও বাউফল পৌরসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার আবি শাহানুর খান বিনা প্রতিদ্বন্দ্বীতায় জনাব, জিয়াউল হক জুয়েলকে নির্বাচিত ঘোষণা করেন। আগামী ৩১ জানুয়ারী বাউফল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ১৪ জানুয়ারি মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন বেসরকারী ভাবে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ব্যক্তির নাম বেসরকারী ভাবে ঘোষনা করা হয়েছিল।
উল্লেখ এর আগে ২২ মে ২০১২ সালে অনুষ্ঠিত বাউফল পৌরসভার নির্বাচনে জনাব, মো. জিয়াউল হক জুয়েল প্রথম মেয়র নির্বাচিত হন।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”