ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : খবর পাওয়া গেল ওমিক্রনে ভারতে প্রথম মৃত্যুর। রাজস্থানের উদয়পুরে ৭৩ বছরের এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার এ খবর দিল রাজস্থান সরকার। রাজস্থানের স্বাস্থ্য দপ্তর জানায়, করোনার দুটি টিকাই নেওয়া ছিল তাঁর। তবে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো বেশ কিছু জটিলতাও ছিল।
মৃত ব্যক্তি লক্ষ্মীনারায়ণ নগরের বাসিন্দা। স্বাস্থ্য দপ্তর জানায়, গত ১৫ ডিসেম্বর কভিডে আক্রান্ত হন তিনি। হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় জিন পরীক্ষা করা হয়। এর পরই ওমিক্রনের উপস্থিতি ধরা পড়ে।
হাসপাতাল সূত্র জানায়, সম্প্রতি কোথাও যাননি তিনি, বাড়িতেই ছিলেন। তাঁর সংস্পর্শেও কেউ আসেনি। ভারতে এখন পর্যন্ত দুই হাজার ১৩৫ জন ওমিক্রন আক্রান্তের খবর পাওয়া গেছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।