ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনাভাইরাসের টিকা নেওয়ার সনদ ছাড়া রেস্তোরাঁয় খাবার খাওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জনাব, জাহিদ মালেক। কারণ প্রাণঘাতী করোনা ভাইরাস আবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। সোমবার সচিবালয়ে ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং এ ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে। তবে ওমিক্রন নিয়ে আপাতত লকডাউন দেওয়ার কথা সরকার চিন্তা করছে না বলেও জানান তিনি।