মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৪০

নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত ফরিদপুর নগরকান্দায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলার ৯ টি ইউনিয়নের ১০৮ জন নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয় ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। ইউপি সদস্যদের শপথ পাঠ পড়ে শুনান অনুষ্টানের সভাপতি নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব, জেতীপ্রু। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছরোয়ার মর্শেদ এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সদস্য আন্জুমানয়ারা, নগরকান্দা
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, নির্বাচন কর্মকর্তা লিটন মিয়া, সহকারী কমিশনার ভুমি এন এম আবদুল্লাহ আল মামুন, নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন,লস্কারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, শহিদ নগর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু মিয়া,পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির, চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান কাইমদ্দিন মন্ডল, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম।
নবনির্বাচিত ৯ টি ইউনিয়নের চেয়ারম্যানদের ২২ ডিসেম্বর বুধবার ফরিদপুর জেলাপ্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) থেকে শপথ গ্রহন করেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”