ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গোসল করে হোটেলে ফিরে অসুস্থ বোধ করায় হাসপাতালে নেয়ার পর এক পর্যটকের মৃত্যু হয়েছে আর এই ঘটনা কক্সবাজার সমুদ্র সৈকতের। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।
তিনি ঢাকার উত্তরার বাসিন্দা। আরো দুজন বন্ধুসহ ঢাকা থেকে শুক্রবার তারা কক্সবাজারের কলাতলী সমুদ্র সৈকত সংলগ্ন একটি হোটেলে উঠেন।
জানা গেছে, শনিবার দুপুরে সমুদ্র থেকে গোসল করে এসে গরম পানি দিয়ে আবার গোসল করার পর থেকে অসুস্থ বোধ করলে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে সঙ্গে থাকা অন্যান্য বন্ধুরা। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য কক্সবাজার সদর থানায় আবেদন করেছেন মৃতের ছোট ভাই। মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মহিউদ্দিন আহমেদ।