মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৩:২৯

কর্মী এবং সমর্থক‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভোট দেয়া‌কে কেন্দ্র ক‌রে টাঙ্গাই‌লের ঘাটাই‌ল পৌরসভা নির্বাচ‌নে দুই কাউ‌ন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থক‌দের ম‌ধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন আহত হয়ে‌ছে।
র‌বিবার (২৮ ন‌ভেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে পৌরসভার বানিয়াপাড়া এলাকায় দারুস সুন্নাহ হা‌ফি‌জিয়া ও নুরানী মাদরাসা এবং এ‌তিমখানা কে‌ন্দ্রে এই ঘটনা ঘ‌টে।
জানা যায়, দুই সমর্থকের সাথে ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এই ঘটনায় দুইজন আহত হয়। এ‌তে কিছু সম‌য়ের জন্য ভোটগ্রহণ স্থ‌গিত থা‌কে ওই কে‌ন্দ্রে।