ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের খাঁচায় আটকের পর চাঞ্চল্যকর তথ্য জানান হবিগঞ্জের চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. আলী আশরাফ।
জানা যায়, বুধবার (১৭ নভেম্বর) হবিগঞ্জের চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার শানখলা ইউনিয়নের চলিতারআব্দা হাওরে ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা হয়েছে। রাতেই তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।