ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয় ১১ নভেম্বর বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায়।
চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রতীক নৌকা ফুলসুতি ইউনিয়নের আরিফ হোসেনে, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের জাকির হোসেন নিলু মিয়া, চরযশোরদী ইউনিয়নে কামরুজ্জামান সাহেব ফকির, ডাঙ্গী ইউনিয়নের কাজী আবুল কালাম, কাইচাইল ইউনিয়নের মোস্তফা খান। এছাড়া স্বতন্ত্র পদে পুরাপাড়া ইউনিয়নে আতাউর রহমান বাবু ফকির (আনারস), লস্করদিয়া ইউনিয়নে হাবিবুর রহমান বাবুল তালুকদার (চশমা), তালমা ইউনিয়নে কামাল হোসেন মিয়া (মোটরসাইকেল), রামনগর ইউনিয়নে কাইমুদ্দিন মন্ডল (আনারস)।প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো ইউপি নির্বাচন। এই নির্বাচনে ভোটাদের উপস্থিতি ছিলো যেমন তেমনি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা খুশি। উপজেলা নির্বাচন অফিসার জনাব, মোঃ লিটন মিয়ার ও উপজেলা প্রশাসন ইউপি নির্বাচনে যে ভুমিকা রেখেছেন তা এক স্মৃতির মাইল ফলক মনে করেন এলাকাবাসী। এমন শান্তিপূর্ণ ভাবে নির্বাচন কেউ দেখেনি বলেন ভোটাররা।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”