ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে মানিকগঞ্জের ঘিওরে আব্দুল খালেক নামে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব, আসাদুজ্জামান রুমেল অভিযান চালিয়ে ঘিওর বাজারের মেসার্স খালেক এন্টারপ্রাইজকে এ জরিমানা করেন।
এসময় সার বিক্রির মেমো দেখে নিশ্চিত হন যে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। বেশি দামে সার বিক্রির বিষয়টি স্বীকার করে ডিলার আব্দুল খালেক ক্ষমা চান এবং ভবিষ্যতে বেশি দামে সার বিক্রি করবেন না বলে প্রতিশ্রুতি দেন এবং পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।