শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৫:২০

ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গ্রহণ শুরু নেত্রকোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উৎসব মুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে নেত্রকোনায়। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
এদিকে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে পুরুষের চেয়ে নারী ভোটার সবচেয়ে বেশি রয়েছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষে প্রতিটি কেন্দ্রে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়াও র্যাব ও বিজিবির টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা সদর, আটপাড়া ও বারহাট্টা উপজেলার ২৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুজনিত কারনে সদর উপজেলার মদনপুর ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।
তিন উপজেলার ২৫টি ইউনিয়নে ২৪৬টি ভোট কেন্দ্রে ৪ লক্ষ ৬৫ হাজার ৩৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৪৬ জন, কাউন্সিল পদে ৮১৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিল ২৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”