শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯

স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীত উদ্বোধন নেত্রকোনার বারহাট্টায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সেকে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নেত্রকোণার বারহাট্রায়।
রোববার বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নেত্রকোণা জেলার সিভিল সার্জন মোঃ সেলিম মিয়ার সভাপতিত্ব ও আবাসিক মেডিকেল অফিসার সোলায়মান মিয়া ও ডেন্টাল সার্জন স্মিতম ম্রংয়ের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, মোঃ আশরাফ আলী খান খসরু এম.পি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব, মোঃ মনির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব, এস.এম. মাজহারুল ইসলাম, বারহাট্টা জোনের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, সাইদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, স্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী লিয়াকত মিয়া, সহকারি কমিশনার (ভূমি) মিস সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওয়াহেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মাদ বাবুল প্রমুখ।
এছাড়াও আওয়ামী সহযোগী অঙ্গসংগঠনের নেতা ও কর্মীবৃন্দ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন। অপরদিকে উক্ত অনুষ্ঠানেই বারহাট্টা শিল্পকলার আয়োজনে লিটন ম্যাগাজিন ‘হৃদয়ে বঙ্গবন্ধু’র’ মোড়ক উন্মোচন করা হয়।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”