মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ২:০০

পূর্ব সত্রুতার জের ধরে পটুয়াখালীর বাউফলে বসত ঘরে আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পূর্ব সত্রুতার জের ধরে পটুয়াখালীর বাউফলে বসত ঘরে প্রতিপক্ষরা কেরোসিন দিয়ে আগুন লাগিয়েছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী ইউনুস সিকদার ও তার পরিবার। শুক্রবার (৫ই নবেম্বর) দুপুর ২ঃ৩০ মিনিটের দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের চর আমড়খালি গ্রামে মো.ইউনুস সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। মো.ইউনুস সিকদারের স্ত্রী নেই, এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার পরিবার।
ভুক্তভোগী ইউনুস সিকদার প্রতিবেদককে বলেন, শুক্রবার জুম্মার নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় (চারঘাটে)পথিমধ্যে হঠাৎ সত্রু পক্ষের ৫/৬ জন গাছকাটা দা,রামদা,লাঠি সোটা দিয়ে আমার উপরে পূর্বের জের ধরে হঠাৎ আতর্কিত হামলা করে এবং আমি নিরুপায় হয়ে ওখান থেকে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেই এবং পরে সত্রু পক্ষ আমার বাড়িতে গিয়ে কেরোসিন দিয়ে আমার বসতঘর ও রান্না ঘরে আগুন লাগিয়ে দেয়। বাড়িতে আমার একক ঘর। ঘরের ভিতরে থাকা আমার এক ছেলে জিহাদ (১২) ও এক মেয়ে পাখি আক্তার (১৪) ভয় পেয়ে চিৎকার, কান্নাকাটি শুরু করলে পাশের বাড়ি থেকে ফারুক সিকদার,তাসলিমা বেগম,আরমান সিকদার সহ অনেকেই এগিয়ে আসে আগুন নিভাতে এবং তারা আগুন নিভাতে সক্ষম হয় ও ঘরের ভিতরে থাকা (জিহাদ ও পাখি) দুই ভাই-বোনকে উদ্ধার করেন। আমি নিরুপায় হয়ে সাহায্যের জন্য ৯৯৯ নাম্বারে ফোন দেই। ফোন পেয়ে বাউফল থানার ওসি স্যার পুলিশ পাঠায়। পুলিশ আসার কথা শুনে সত্রু পক্ষের লোকজন সবাই পালিয়ে যায়।
এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আল-মামুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৯৯৯ থেকে ফোন আসার সাথে সাথে আমি বগা পুলিশ তদন্ত কেন্দ্রর এস,আই মাদব চন্দ্র কে ঘটনাস্থল পর্যবেক্ষনের জন্য পাঠাই। আর ভুক্তভোগী ইউনুস সিকদারের ঘরে কারা আগুন লাগিয়েছে এবং কিভাবে লেগেছে তা সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”