বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১১:২৫

১৪৬ জন হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৪৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
নতুন ভর্তি ১৪৬ জনের মধ্যে ঢাকাতে ১২৪ জন এবং ঢাকার বাইরের ২২ জন রয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭৫৬ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬০৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৫০ জন রোগী ভর্তি রয়েছেন।