মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, দুপুর ১:৩৬

৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ বাউফলে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে পটুয়াখালীর বাউফলে। শিশুটিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের একটি গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে এবং মিরাজ(১৫) নামের এক কিশোর ধর্ষণ করে। মিরাজের বাবার নাম দুলাল খান।
শিশুর মা বলেন, মিরাজ আমার ফুফাতো ভাইয়ের ছেলে। সন্ধ্যায় সে আমার মেয়েকে ডেকে নিয়ে হাতে ১০ টাকা দেয়। এরপর বাড়ির ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার সময় এক প্রতিবেশী দেখে চিৎকার করলে মিরাজ তাকে মারধর করে।
এ বিষয় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি সম্পর্কে চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ধর্ষণের শিকার শিশুটির মা আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি তাকে আইনের সহায়তা নিতে বলেছি।
এ বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আল মামুন বলেন, এ ঘটনায় মিরাজকে আসামী করে বাউফল থানায় মামলা হয়েছে। ধর্ষক মিরাজকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
“এম.সাইদুর রহমান সংবাদদাতা বাউফল”