সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ১২:২৭

নিয়ন্ত্রণে আসবে ফেসবুকসহ সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম : জনাব, মোস্তফা জব্বার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব, মোস্তাফা জব্বার জা‌নি‌য়ে‌ছেন শিগগিরই ফেসবুকসহ সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম নিয়ন্ত্রণে আসবে।
বুধবার (২৭ অক্টোবর) দুপু‌রে সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন- ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বাংলাদেশের কথা শুনছে, নিয়মিত বৈঠক করছে। এমনকি বাংলাদেশের আইন মেনে ভ্যাট-ট্যাক্সও দিচ্ছে তারা। সেদিন বেশি দূরে নয়, যখন ফেসবুকসহ এসব সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের নিয়ন্ত্রণে আসবে।
ফেসবুকের সঙ্গে ২০১৮ সাল থেকে আলোচনা চলছে জানিয়ে জনাব, মোস্তাফা জব্বার বলেন, আমি এখন পর্যন্ত ফেসবুকের সঙ্গে আলাপ-আলোচনা করছি। বাংলাদেশে তাদের বিশাল বাজার। বালাদেশের পরিস্থিতি ফেসবুক-ইউটিউব বুঝতে পেরেছে।
তিনি বলেন, যেকোনো ওয়েবসাইট বন্ধ করার সক্ষমতা আমরা আগেই অর্জন করেছি। এখন ফেসবুক, ইউটিউবের ভিডিও বা ছবি সরানোর প্রযুক্তি আমরা অর্জন করেছি।
মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা কোনো সমাধান নয়। এ কারণে এখনও এগুলো আমরা বন্ধ করিনি। তাদের সঙ্গে আলোচনা করছি।
কুমিল্লার ঘটনায় বেশ কড়া ভাষায় ফেসবুককে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ফাইভ-জি প্রযুক্তির উদ্দেশ্য জা‌নি‌য়ে জনাব, মোস্তাফা জব্বার ব‌লেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা। একই সঙ্গে এর মাধ্যমে আমাদের জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি করা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে প্রযুক্তিকে কাজে লাগানো।
শিল্পোন্নত দেশগুলো ফাইভ-জি, নতুন প্রযুক্তি বা চতুর্থ শিল্প বিপ্লব যেভাবে বাস্তবায়ন করবে, আমরা তা হুবহু নকল করবো না। আমরা আমাদের মতো করে প্রযুক্তিকে ব্যবহার করবো।