বুধবার, ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৯

পানিতে ডুবে শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাজিত নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বাথরুমের বালতির পানিতে ডুবে আর এই ঘটনা ময়মনসিংহের ফুলপুরে। মাজিত জেলার তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের মো. ইলিয়াস আহমেদের ছেলে। ইলিয়াস আহমেদ ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের ইমাম হিসাবে চাকরী করেন।
সোমবার ২৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
ফুলপুর থানার অফিসার ইনচার্স (ওসি) জনাব, আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় সুত্র ও পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যার দিকে শিশুর বাবা নামাজ পড়ানোর জন্য মসজিদের দিকে চলে আসেন। এ সময় মায়ের কাজের ফাঁকে শিশুটি নিঁখোজ হয়। পরে খোঁজাখোঁজি করে বাথরুমে বালতির পানিতে শিশু মাজিদকে ওপোর হয়ে পড়ে থাকতে দেখে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সো নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।