ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটো লাইভস্ট্রিম ক্যাপশন ফিচার, উন্মুক্ত করতে যাচ্ছে ইউটিউব। বন্ধ হয়ে যাওয়া ‘কমিউনিটি ক্যাপশন’ ফিচারের বিকল্প হিসেবে এই ফিচারটি চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
এতে বধির বা শ্রবণ সক্ষমতায় ঘাটতি আছে এমন গ্রাহকদের কাছে ইউটিউব আরও ব্যবহার বান্ধব হবে বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি এক ব্লগ পোস্টে ‘অটো লাইভস্ট্রিম ক্যাপশন’ ফিচারসহ বেশ কয়েকটি ফিচার আরও উন্নত করার ঘোষণা দিয়েছে ইউটিউব। শুরুতে অটো লাইভস্ট্রিম ক্যাপশন ফিচারটি কেবল ইংরেজি ভাষায় সীমিত থাকলেও এই ফিচারে যোগ হচ্ছে আরও ১২টি ভাষা, যার মধ্যে আছে জাপানী, তুর্কি এবং স্প্যানিশ।
এছাড়াও একই ভিডিওতে একাধিক অডিও ট্র্যাক যোগ করার সক্ষমতা আনছে ইউটিউব। সীমিত দৃষ্টিশক্তির ব্যবহারকারীদের জন্য আসছে ‘অডিও ডেসক্রিপশন’ ফিচার।
প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, লাইভ স্ট্রিমের ক্ষেত্রে ভিন্ন ভাষার সক্ষমতা এবং অটো-ট্রান্সলেট ক্যাপশন ফিচারগুলো চালু হবে কয়েক মাসের মধ্যে।
ক্যাপশন স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ আর ট্রান্সক্রিপ্ট সার্চ করার ফিচার দুটি এখন ডেস্কটপ থেকে মোবাইল ডিভাইসেও আসছে বলে জানিয়েছে ভার্জ।