বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:১৮

মাননীয় প্রধানমন্ত্রী মেরিল্যান্ডে বাংলাদেশ হাউসের উদ্বোধন করলেন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নবনির্মিত বাংলাদেশ হাউসের উদ্বোধন করেছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০মিনিটে তিনি ওই হাউসের উদ্বোধন করেন।
এর আগে তিনি বাংলাদেশ হাউস প্রাঙ্গণে একটি ফ্রেঞ্জ ট্রি রোপণ করেন।
বাংলাদেশ হাউস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর তিনি বাংলাদেশ দূতাবাস এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনৈতিক ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এসময় পররাষ্ট্র মন্ত্রী জনাব, ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব জনাব, মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্টদূত জনাব, মহ. শহিদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।