শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৫

অজ্ঞান পার্টির খপ্পরে তাবলীগের সদস্য।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাবলীগের সদস্যদের চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুটে নিয়েছে দুই দুর্বৃত্ত আর এই ঘটনা পটুয়াখালীতে। শনিবার সকালে পৌর শহরের কলাতলা এলাকার বটতলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। তাবলীগের অসুস্থ ১৩ সদস্যকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
স্থানীয় ও অসুস্থ তাবলীগ জামাতের সদস্যরা জানান, তাবলীগ জামাতের ১৫ সদস্য বিভিন্ন বিভাগ থেকে পটুয়াখালী আসেন। গতকাল সকালে মারকাজের সিদ্ধান্ত অনুযায়ী তারা বটতলা জামে মসজিদে ওঠেন। রাতের খাবারের সময় তাদের সঙ্গে দুই ব্যক্তি যুক্ত হয়। তারা একসঙ্গে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরেন। এসময় তাদের মধ্যে দুই ব্যক্তি অসুস্থ বোধ করলে তারা তেতুল খেয়ে ঘুমিয়ে পরেন। ফজরের নামাজের সময় তেতুল খাওয়া ওই দুই ব্যক্তি ব্যতিত তাদের ১৩ সদস্য ঘুম থেকে উঠতে পারেননি এবং তাদের সাথে যুক্ত হওয়া দুই ব্যক্তিকে আর খুজে পাননি। তাদের ধারনা, রাতে তাদের সাথে যুক্ত হওয়া দুই ব্যক্তি তাদের খাবারের সাথে চেতনা নাশক খাইয়ে টাকা পয়সাসহ সর্বস্ব লুটে নিয়েছেন।
পটুয়াখালী সদর থানার ওসি জনাব, আখতার মোর্শেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”