বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, বিকাল ৪:০৫

ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে গৃহশিক্ষক কর্তৃক ধর্ষণের ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষক রুবেল রানা (কলেজ ছাত্র)-কে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) উল্লাপাড়া মডেল থানায় প্রবাসীর স্ত্রীর মামলা সুত্রে জানাযায়, উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দিয়ারপাড়া গ্রামের প্রবাসীর মেয়েকে একই গ্রামের শহিদুল ইসলামের পুত্র কলেজ পড়ুয়া ছাত্র মোঃ রুবেল রানা প্রাইভেট পড়াতো।
অভিযোগে সুত্রে জানা যায়, ধর্ষক রুবেল তাকে বিভিন্ন সময় কূপ্রস্তাব দিত এবং যৌন সঙ্গমের চেষ্টা করত। প্রবাসীর স্ত্রী তখন মেয়েকে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেয়। গত ২৩ সেপ্টেম্বর বাড়িতে কেউ না থাকায় রাত ৯টার দিকে চুপিসারে ছাত্রীর মায়ের শয়ন কক্ষে ঢুকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের শিকার গৃহবধূর চিৎকারে এলাকার জনসাধারণ এগিয়ে এসে ধর্ষককে আটক করে। ভুক্তভোগী শনিবার (২৫ সেপ্টেম্বর) উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করায় পুলিশ আসামীকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সাহেব গনি জানান, মামলার বাদীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।