ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় অভিযুক্ত ফরিদপুরের নগরকান্দায় মোট ১৩ জনকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
গতকাল শুক্রবার অভিযানটি ফরিদপুরের পুলিশ সুপার জনাব, মোঃ আলিমুজ্জামান (বিপিএম) এর দিকনির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব, সুমীনুর রহমান ও থানা অফিসার ইনচার্জ জনাব, সেলিম রেজা বিপ্লব এর সার্বিক সহায়তায়, পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ সকল আসামিদের আটক করে।
আটককৃতদের মধ্যে ওয়ারেন্ট ভুক্ত ৯ জন, সাজাপ্রাপ্ত ১ জন ও নিয়মিত মামলার ৩ জন আসামিকে শনিবার দুপুরে আদালতে পাঠায় নগরকান্দা থানা পুলিশ। এছাড়া অভিযান পরিচালনা করার সময় কয়েকটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে থানা পুলিশ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”