ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুভাষ চন্দ্র হাওলাদার বলেন, রাজনীতির পাশাপাশি গনমানুষের সেবা করাই আমার মুল লক্ষ্য। সে লক্ষ্য থেকে দীর্ঘ দিন থেকে মাঠে কাজ করছি। করোনাকালিন দুঃসময়ে মানুষের পাশে ছিলাম, শীত মৌসুমে গরিব অসহায়দের মধ্যে শীত বস্ত্র বিতরনের ব্যবস্হা করছি। এ ছাড়া সব সময় শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, ক্লাব, সংগঠন, মসজিদ, মাদ্রাসা সমুহে সহযোগীতা সহ জনকল্যানমুখি কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখেছি। এছাড়া খেলাধুলার মানোন্নয়নেও সর্বাত্মক সহযোগিতার চেষ্টা অব্যাহত রেখেছি।
আমি আপনাদের সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি যেন সারা জীবন আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি।
২১ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তার নিজ এলাকা বরগুনার বামনা উপজেলার অযোধ্যা গ্রামের নিজ বাড়িতে খোলপটুয়া বাজারের ব্যবসায়ি ও জনসাধারনের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সুধিজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, সুভাষ চন্দ্র হাওলাদার বামনা উপজেলার অযোধ্যা গ্রামে নির্মিত তার নতুন বাড়ি উদ্বোধনের জন্য গত ৮ সেপ্টেম্বর বুধবার সকালে ঢাকা থেকে বরিশাল বিমান বন্দরে পৌছেন। এবং সেখান থেকে গাড়িতে করে আমুয়া বন্দরে এসে পৌঁছালে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মীরা তাকে স্বাগতম জানান। পরে আমুয়া থেকে বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা করে তার নিজ গ্রাম অযোধ্যায় নিয়ে আসা হয়। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে ফুলের মালা দিয়ে বরন করে নেন।
সুভাষ চন্দ্র হাওলাদারের বামনায় আগমনে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। দলীয় নেতা কর্মীরা তাকে নিয়ে আগামীর সম্ভাবনা দেখছেন।
“মিরাজুল ইসলাম সংবাদদাতা বরগুনা”