শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, সকাল ১০:৪৩

সৌজন্য সাক্ষাত নবাগত উপজেলা নির্বাহী অফিস্যারের সাথে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নবাগত উপজেলা নির্বাহী অফিসার রোবাইয়া আফরোজ এর সাথে খাগড়াছড়ির পানছড়িতে সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি অনির্বাণ শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আবচার, সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য রফিকুল ইসলাম (বাবুল মাস্টার),সাধারণ সম্পাদক মিঠুন সাহা, সহ সভাপতি মোঃজুয়েল,যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াকুব,এইছাড়া আরও ছিলেন সংগঠনের সদস্য এশা চাকমা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন,সাংস্কৃতিক কর্মকাণ্ড দেশের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করে এবং মানুষের মেধাকে সৃজনশীল করে তুলে। এই ধারা অব্যাহত রাখতে আমরা সবসময় বদ্ধপরিকর।
এই সময় তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যেতে উৎসাহিত করেন।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”