ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুটি দোকানের মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর রং মিশিয়ে শিশুদের খাদ্যপণ্য বিক্রির দায়ে ময়মনসিংহ শহরে।
শহরের মেছুয়া বাজার জিলাপি পট্টি এলাকায় সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, এরশাদুল আহমেদ। বাজারের ওই দুই দোকানের নাম মাধব স্টোর ও সরকার স্টোর।
এ বিষয়ে জনাব, এরশাদুল আহমেদ বলেন, ওই দুটি পাইকারি দোকানে অবৈধ প্রক্রিয়ায় রং মেশানো শিশুদের নানা খাবার বিক্রি করা হতো। যা খেলে শিশুরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এ কারণে মাধব স্টোরের মালিক গোপাল দাসকে ২০ হাজার ও সরকার স্টোরের মালিক তাপস সরকারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ক্ষতিকর রং মেশানো পণ্যগুলোর মধ্যে ছিল নানা রকম চকলেট, ললিপপ ও লজেন্স। সেগুলো নষ্ট করা হয়েছে।