সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, রাত ৮:৫২

পুলিশ যাত্রীদের স্বর্ণালঙ্কার নিজ দায়িত্বে ফেরত দিল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত রবিবার যাত্রীবাহী বাস দুর্ঘটনায় মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া এলাকায় ৪ জন যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটে।
ওই সময় সেই দুর্ঘটনার শিকার হওয়া বাসটি মাগুরা রামনগর হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে থানাতে রাখেন। এসময় বাসের মধ্যে থাকা যাত্রীদের একটি স্বর্ন ভর্তি কৌটা দেখতে পেয়ে নিজ হেফাজতে রাখেন এ এস আই মোঃ শাহাজালাল।
জানা গেছে ওই কৌটার মধ্যে স্বর্নের গলার চেইন, ৪টি রুলি, ১টা কন্ঠসিট ও কানের দুল ছিলো। পরে সেই মালামালের প্রকৃত মালিক হিসেবে মোঃ সাজ্জাদ মোল্যা নামের লোকের হাতে তুলে দেন। সাজ্জাদ মোল্যা মাগুরা সদরের রাঘবদাইড় গ্রামের রাজ্জাক মোল্যার পুত্র। তিনি তার হারানো মালামাল পেয়ে অনেক খুশি হন। এসময় সাজ্জাদ সহ অন্যান্যরা পুলিশ অফিসার এ এস আই শাহাজালাল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এবিষয়ে রামনগর হাইওয়ে থানা পুলিশ এ এস আই শাহাজালাল বলেন, তিনি প্রকৃত মালিকের কাছে হারানো স্বর্নের কৌটা ফিরিয়ে দিতে পেরে খুশি হয়েছেন। এদিকে এ এস আই শাহাজালালের এমন সততায় মুগ্ধ হয়েছেন সকলে।