বৃহস্পতিবার, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪২

গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিল্লাল হাওলাদার (৩৬) ও আলম হাওলাদার (৪০) নামে পটুয়াখালীর গলাচিপায় দুই মাদক বিক্রেতাকে গাঁজাসহ গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ। গ্রেফতারকৃত বিল্লাল পৌরসভার তালেব নগর আবাসন ১০০ ব্যারাকের মৃত খলিল হাওলাদারের ছেলে ও আলম পৌরসভার শ্যামলীবাগের মৃত সেলিম হাওলাদারের ছেলে। মঙ্গলবার রাতে এস আই সুকন্ঠ দে ও এ এস আই সজিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় পৌরসভার লঞ্চটার্মিনালের পল্টুনের উপর শ্যামলীবাগ এলাকা থেকে ৩৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, এম আর শওকত আনোয়ার ইসলাম
জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার
বিল্লাল হাওলাদার ও আলম হাওলাদারকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।
“মিজানুর রহমান অপু সংবাদদাতা পটুয়াখালী”